The Real Love Story ভালোবাসার গল্প
The Real Love Story ভালোবাসার গল্প
রাত ২:২৬মিনিট, আমার ঘুমটা ফোনের শব্দ শুনে ভেঙে গেলো, আমি ফোনটা হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন। আমি ভারতেছি এতো রাতে কে ফোন করলো সেটা ও আবার অপরিচিত নাম্বার থেকে। সাধারণত আমার ফোনে খুব বেশি ফোন আসেনা। তাই ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেলো। আবার দুই মিনিট পরে ফোনটা বেজে উঠলো তখন আমি কোন কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম।
ওপাশঃ হ্যালো! (একটা মেয়ের কন্ঠ। কন্ঠটা পরিচিত)
আমিঃ কে আপনি?
মেয়েঃ আমি (যার জন্য এক সময় পাগলামি করতা)
আমিঃ তুমি! তা হঠাৎ এতো রাতে কি মনে করে ফোন করছো?
মেয়েঃকেমন আছ?
আমিঃ যেমন রেখে গেছো তেমনি আছি।
মেয়েঃ বিয়ে করোনি
আমিঃ না,,,করি নি
মেয়েঃ কেনো?
আমিঃএখনো তোমার মতো কাউকেই খুজে পাইনি তাই।
মেয়েঃ দুই মিনিট চুপ,,
তারপরে আমি ফোনটা কেটে দিয়ে সিগারেটের পেকেট দেখি একটাও সিগারেট নাই। তাই বিছানা থেকে উঠে বেরিয়ে পরলাম সিগারেট জন্য। রাস্তায় এসে দেখি সকল দোকান বন্ধ হয়ে গেছে। তাই কিছু না ভেবে সামনের দিকে যাচ্ছি। কারণ সিগারেট না খেলে এখন আর আমার ঘুম আসবেনা।হাটতে হাটতে অনেক দূরে এসে একটা দোকান খোলা পেলাম। দোকান থেকে কিছু খাবার এবং এক পেকেট সিগারেট নিলাম। এবং একটা সিগারেট টানতে টানতে যখন বাসার দিকে আসতেছি তখন আবারও সেই নাম্বর থেকে ফোন ,,, আমি ফোন রিসিভ করতেই
ওপাস: তুমি এখন কি কোথায়
আমিঃ রাস্তায়
মেয়েঃ রাস্তায় কেনো
আমিঃ সিগারেট খেতে এসেছি
মেয়েঃ তুমি এখন আবার ও
আমিঃ যার কাথায় সিগারেট ছেড়ে দিয়েছিলাম সেই তো কথা রাখেনি
মেয়েঃ......... ওহ
আমিঃ থাক এসব কথা। ঘুমাও
মেয়েঃ তোমার সাথে কিছু কথা বলতে চাই
আমিঃ হুম,,, বলো আমি শুনতেছি
মেয়েঃ ফোনে না। কাল কি দেখা করতে পারবা।
আমিঃ কা........ল,, (না পারবো) না
মেয়েঃ তাহলে কবে দেখা করতে পারবা
আমিঃ তোমার সাথে আমি দেখাতে চাই না,,
মেয়েঃ প্লিজ,, শুধু একবর দেখা করো,,প্লিজ,, প্লিজ।
আমিঃ বলো কেথায় যেতে হবে এবং কয়টায়
মেয়েঃ তোমার আসতে হবে না,, আমিই যাবো তুমি শুধু বলো দেখা করবা তো
আমিঃ কেনো,, আমার কথা বিশ্বাস হচ্ছে মেয়েঃ হুম,, হচ্ছে! আমিঃ আমরা আগে যেখানে দেখা করতাম কাল ৬ টার সময় ওখানে এসো।
মেয়েঃ ঠিক আছে।
আজ ২বছর ৩মাস পর হঠাৎ ফারিয়ার ফোন আসাতে আর কিছুতেই ঘুম আসতেছেন। আজ বার বার শুধু পুরনো দিনগুলোর কথা মনে পরতেছে,,, ফারিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরছি বলতে পারবো,,, এদিকে সকালে অফিসের বসের এর ফোনে ঘুম ভাঙ্গলো। বসঃ হ্যালো আমিনুল সাহেব আপনি কোথায় এখনো অফিসে আসেননি,, কয়টা বাজে ঘড়ি দেখেছেন
আমিঃ সরি,, স্যার আমি আসতেছি। এই বলে ফোনটা রেখেই তারাতাড়ি রেডি হয়ে অফিসে যেতে বসের ঝারি খেয়ে কাজে মন দিলাম। এদিকে দুপুর ২টা বাজতেই ফারিয়ার ফোন
আমিঃ হুম বলো।
ফারিয়াঃ তুমি এখন কোথায়?
আমিঃ কেনো,,, অফিসে কাজ করতেছি
ফারিয়াঃ ঠিক আছে কাজ করো।
আমিঃ ওকে। ফারিয়াঃ আজকে আসবেতো
আমিঃ যাবো। এবার রাখছি অনেক কাজ করতে হবে।
ফারিয়াঃ ঠিক আছে,,, একটু তারাতাড়ি এসো কিন্তু
আমিঃ বাই। বলই ফোনটা কেটে দিলাম। অফিস শেষে কলেজ ক্যাম্পাসের দিকে রওনা হলাম। ফারিয়ার সাথে অনেকদিন আজকে দেখা কি বলবো ফারিয়াকে আমি। যে এখনো ও ফারিয়াকে আগের মতোই ভালোবাসি এই কথা কি ওকে বলবো,,, এই সব কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে এসেছি। এসে দেখি ফারিয়া বসে আছে।
আমিঃ হাই
ফারিয়াঃ বসো
আমিঃ বসে পরলাম
ফারিয়াঃ চুপচাপ,, কোন কথা নেয় শুধু আমাকেই দেখতেছে।
আমিঃ এই ফারিয়া কিছু বলছো না কেনো,,,
ফারিয়াঃ ভাবতেছি কথা গুলো কেমনে বলবো,, কোথা থেকে শুরু করবো
আমিঃ তারাতাড়ি বলো আমার হাতে সময় কম যেতে হবে। ফারিয়াঃ কোন কথা না বলে সরাসরি আমায় জরিয়ে ধরে,, সরি আমাকে তুমি মাফ করে দাও আমি এখনো তোমায় আগের মতোই মিস করি,, আগে যা হবার হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না,,,
আমিঃ এখন ফারিয়াকে কি বলবো বুঝতেছি না,, আমি তো ফারিয়াকে এই কথাগুলো বলতে চাই,,, কিন্তু ফারিয়াই তো আমায় সব বলে দিলো,,,এখন কি করি আমি,, এই ফারিয়া কি করছো ছেড়ে দাও মানুষ দেখতেছে,,
ফারিয়াঃ তোমায় আর আমি কখনো ছাড়বো না,,, আগে বলো আমায় ক্ষমা করছো।
আমিঃ ঠিক আছে এবার ছেড়ে দাও প্লিজ। কোন মতে ছেড়ে দেওয়াতেই আমি কোন কথা না বলেই সোজা রুমে চলে আসলাম,,, ভাবতেছি এখন কি করবো। তখনি ফারিয়ার ফোন। ফোনে শুধু কান্না শব্দ,, আমি ফারিয়া তুমি কি একটু তোমার বাসার নিচে আসতে পারবা এখনি,,,
ফারিয়াঃ কেনো আসবো আমি আসতে পারবো তাই,, তখন তুমি আমার কথা না শুনে কেনো চলে।
আমিঃ ফারিয়া সব বলবো তুমি এসো প্লিজ,, ফারিয়াঃ ঠিক আছে তুমি এখন কোথায়
আমিঃ রুমে আছি,,, এখনি বের হবো
ফারিয়াঃ তারাতারি এসো
আমিঃ আর দেরি না করে সোজা ফারিয়ার সামনে গিয়ে,,, ফারিয়া কোই তুমি নিচে আসো তারাতারি,, বলতেই ফারিয়া হাজির।
ফারিয়াঃ বলো কি বলবে আমিঃ ফারিয়া (i love you) বলেই ফারিয়াকে জরিয়ে ধরলাম ফারিয়াঃ কোন কথা না বলে শুধু কান্না করছে,,, একটু পরেই এই ছারো ছারো বাবা মা দেখতে পারে
আমিঃ আজকে আর ছারবো তোমায় আজকে আমি নিয়ে যাবো.....। ফারিয়াঃ কোন মতে ছেড়ে দিতেই কথা না বলেই চলে গেলো।
আমিঃ আর ওখানে দেরি না করে রুমে চলে আসলাম। ,,,,,,,,,,,,,,,,,,,,,,


No comments