ইট প্রস্তুতিতে আদর্শ মৃত্তিকার রাসায়নিক গঠন ইত্যাদি সম্পর্কে ধারণা .....বিষয়ঃ ইন্জিনিয়ারিং মেটেটিয়ালস
বিষয়ঃ ইন্জিনিয়ারিং মেটেটিয়ালস
আজকে আলোচনার অধ্যায় (BRICKS) ইট
১.প্রশ্নঃ ইট প্রস্তুতিতে আদর্শ মৃত্তিকার রাসায়নিক গঠন উল্লেখ কর।
উত্তরঃ
(i) সিলিকা (SiO2)........................55%
(ii) অ্যালুমিনা (Al2O2)................30%
(iii) আয়রন অক্সাইড(Fe2 O3)......8%
(iv)ম্যাগনেশিয়া (MgO)................5%
(v) লাইম(CaO)...........................1%
(vi) জৈব পদার্থ ........................... 1%
100%
২. প্রশ্নঃ ইটের মাটির অনিষ্টকারী উপাদানগুলো কি কি?
উত্তরঃ
(i) অতিরিক্ত চুন।(ii) অতিরিক্ত জৈব পদার্থ।
(ii) লাবণ জাতীয় পদার্থের উপস্থিত।
(iv) আয়রণ পিরাইটস এর উপস্থিত।
(v) নুড়ি পাথরের উপস্থিত।
৩. প্রশ্নঃ প্রথম শ্রেণির ইটের বৈশিষ্ট্যগুলো লিখ।
উত্তরঃ
(i) ইট শক্ত, টেকসই, দৃঢ়বদ্ধ গঠন, ফাটলমুক্ত, ঝাঝরাহীন হবে।
(ii) ইটের রং গাঢ় লাল তাম্র রংয়ের হবে এবং রং এ সাম্যতা থাকবে।
(iii) অপর ইট বা হাতুড়ির আঘাতে ধাতব শব্দ সৃষ্টি হবে।
(iv) ইটের আকারের সাম্য থাকবে এবং পৃষ্ঠসমূহ সমান্তরাল কিন্তু অমসৃণ থাকবে।
(v) নখ বা ছুরি দ্বারা স্বাভাবিক আচড় দিলে কোন দাগ পড়বে না।
(vi) ২৪ ঘন্ট ভিজিয়ে রাখলে উহা নিজিস্ব ওজনের (১/৬)অংশের বেশি পানি শোষণ করবে।
৪.প্রশ্নঃ উৎকৃষ্ট ইটের মান কি কি বিষয় এর উপর নির্ভরশীল?
উত্তরঃ উৎকৃষ্ট ইটের মান যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তা নিচে লেখা হলো..
(i) ইটের মাটির রাসায়নিক উপাদানসমূহ,
(ii) ইটের কাদা তৈরির পদ্ধতি,
(iii) ইট পোড়ানোর আগে লুকানোর পদ্ধতি,
(iv) ইট পোড়ানো আগে জ্বালানি পদ্ধতি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ।
৫. প্রশ্নঃ ইটে সিলমোহর বা সনাক্তকরণ চিহ্ন কেন রাখা হয়?
উত্তরঃ
(i) নির্মাতার নামের সাক্ষ্য বর্ণনা করার জন্য।
(ii) নির্মণ কাজে ব্যবহারের সময় মসলার মাধ্যমে দু বা ততোধিক ইটকে উত্তমরূপে সংযোগ করা যায়।
(iii) সহজে ধরা ও নাড়াচাড়া সুবিধার জন্য।
৬. প্রশ্নঃ অত্যাধিক তাপে ইট পোড়ালে কি হয়?
উত্তরঃ
অত্যাধিক তাপে ইট পোড়ালে ইট গলে আকার-আকৃতি নষ্ট হয়ে যায়।৭. প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেনো?
উত্তরঃ
(i) ইটের কঠিন্যতা ও শক্তি বৃদ্ধি করার জন্য।(ii) ঘনত্ব বৃদ্ধি করা যাতে কম পানি শোষণ করে হয় ও স্থায়িত্ব বৃদ্ধি পায়।
(iii) আবহাওয়ার প্রতিকুলতা প্রতিরোধী করার জন্য।





No comments